‘বর্মীবাহিনী নেমেছে মাঠে/রোহিঙ্গা জানে কে গলা কাটে’
বর্মী বাহিনীর রোহিঙ্গা নির্যাতন নিয়ে যখন জাতিসংঘসহ সারা পৃথিবীতে নিন্দার ঝড় বইছে ঠিক তখনই কবীর সুমনের কণ্ঠে গান হয়ে উঠে এলো অসহায় রাষ্ট্রহারা এই মানুষদের দুর্দশার কথা।
জন্ম বেড়ে ওঠা সবকিছু পশ্চিমবঙ্গে তবুও বাংলাদেশের সাথে তার প্রাণের সম্পর্ক। পরীক্ষিত বন্ধু বললেও তার সম্পর্কে অত্যুক্তি হবে না। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ফেলানী হত্যার বিচার— বাংলাদেশের বহু প্রসঙ্গ নিয়েই গান করেছেন। বাংলাদেশের ভালো খবর তার মনকে যেমন উদ্বেলিত করে তেমনি সংকট মুহূর্তগুলোও তাকে কম পোড়ায় না।
‘সবার ওপর মানুষ সত্য’, চণ্ডীদাসের সেই বাণীর পুনরাবৃত্তি করেই এবার সুমন গাইলেন,
বর্মীবাহিনী নেমেছে মাঠে
রোহিঙ্গা জানে গলা কে কাটে
শান্তিপদ্মে কী-ভীষণ হুম
রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম।
মিডিয়া-ছবিতে অস্ত্র হাতে
গেরুয়াধারীরা অনেক রাতে
রোহিঙ্গাদের নিধনে শান্তি
বর্মীবাহিনী নধরকান্তি।
হাজার বছর আরাকানে বাস
রোহিঙ্গাদের থ্যাঁতলানো লাশ
রোহিঙ্গা মেয়ে গর্ভে লাথি
শান্তির নামে ধর্ষণে মাতি।
এ হল মানুষ তীর্থফেরা
সবার ওপরে সত্য এরা
কারা রোহিঙ্গা কী যায় আসে
বসছে শকুন শিশুর লাশে।
স্বাগত শকুন তোমারই যোগ্য
আমরা মানুষ পোকার ভোগ্য
উপড়নো চোখ তোমাকেই দেব
শুনলে এ-গান রোহিঙ্গা ভেবো।
Comments