বাংলাদেশে সক্রিয় আল কায়েদা: মার্কিন কমান্ডার

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদা সক্রিয় আছে বলে দাবি করেছেন একজন মার্কিন কমান্ডার।
কম্ব্যাটিং টেরোরিজম সেন্টারের ম্যাগাজিন সিটিসিসেন্টিনেলকে ২২ ফেব্রুয়ারি দেওয়া এক সাক্ষাতকারে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডব্লু নিকোলসন বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল” করার জন্য আল কায়েদার দক্ষিণ এশীয় শাখাটি (একিউআইএস) সক্রিয় রয়েছে।
“আমরা বাংলাদেশে আল কায়েদার কর্মকাণ্ড লক্ষ্য করছি। ভারতের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সুসম্পর্কের কারণে বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।”
সাক্ষাতকারটিতে নিকোলসন দাবি করেন, বাংলাদেশে জঙ্গী সংগঠনটির কর্মকাণ্ডের কিছু তথ্য তাদের হাতে রয়েছে।
তিনি বলেন, “আল কায়েদার মূল সংগঠনটির সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। যদিও সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষা করা নিয়ে ব্যস্ত, তথাপি তারা শাখা সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছে। কেননা, তারা একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।”
নিউইয়র্ক-ভিত্তিক মার্কিন সেনা একাডেমি পরিচালিত কম্ব্যাটিং টেরোরিজম সেন্টার মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর গবেষণা ও এবং তা প্রতিরোধে রাষ্ট্রীয় কৌশল পর্যালোচনা করে থাকে।
Click here to read the English version of this news
Comments