বার্সেলোনা থেকে মাদকাসক্ত জীবন শুরু: ম্যারাডোনা
ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা। শুধুমাত্র মাদকাসক্তির কারণে বিশ্বকাপ জয়ের খ্যাতি থেকে শুরু করে পায়ের জাদুকরি নৈপুণ্য সবকিছুই ফিকে হয়ে গিয়েছিল তার। সম্প্রতি ইতালির একটি বেসরকারি টিভি নেটওয়ার্ককে সে সব অন্ধকার দিনের কথা বলেছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা জানান, ১৯৮০’র দশক থেকে তার মাদক সমস্যার শুরু। তখন তার বয়স ২০ এর কোঠায়। ক্যারিয়ারের শেষ পর্যন্ত মাদকের পেছনেই ছুটেছেন এই ফুটবলের এই জীবন্ত কিংবদন্তী।
ম্যারাডোনার ভাষায়, “আমি যখন মাদক নেওয়া শুরু করি তখন আমার বয়স ২৪। বার্সেলোনায় থাকতাম তখন।”
এই পর্যায়ে এসে মাদক নেওয়াকে জীবনের সবচেয়ে বড় ভুল মানছেন ম্যারাডোনা। “আমি তখন কোমায়। আমার মেয়ে চেয়েছিল আমি যেন তার জন্য হলেও বেঁচে থাকি। ঈশ্বর তার প্রার্থনা শুনে আমাকে কোমা থেকে জাগিয়ে তোলেন।”
সাক্ষাৎকারে ম্যারাডোনাকে জিজ্ঞাসা করা হয়, অর্থ, নারী নাকি মাদক কোনটাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় সমস্যা বলে করেন? ম্যারাডোনার উত্তর, “মাদক সবচেয়ে বড় সমস্যা ছিলো। এটা মানুষকে শেষ করে দেয়।”
“আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার সঙ্গে কথা বলতে পারছি। আমি ওটা চালিয়ে গেলে নিঃসন্দেহে মারা যেতাম।” যোগ করেন ম্যারাডোনা।
Comments