বিএসপিএ ক্রীড়া পুরস্কার পেলেন মুস্তাফিজ, শীলা
ক্রিকেট সেনসেশন মুস্তাফিজুর রহমান এবং সাউথ এশিয়ান গেমসে সাঁতারে দুবার স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শীলা কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার পেয়েছেন।
গতকাল ঢাকায় একটি স্থানীয় হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুস্তাফিজকে ২০১৫ সাল ও শীলাকে ২০১৬ সালের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়াও, মুস্তাফিজকে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও দেওয়া হয়।
গত দুবছর ধরে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য খেলোয়াড়, কোচ, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করে আসছে।
Comments