বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩১ তারিখ অনুষ্ঠিত হবে বহুল আলোচিত নির্বাচন।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোঃ ওমর ফারুক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান সোমবার সকাল ১১টায় নির্বাচনের খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হবে।
ভোটার তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র বিতরণ হবে ২০ অক্টোবর। ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের তারিখ। বাছাই শেষে ২৫ অক্টোবর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ২৯ অক্টোবর।
৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ওইদিনই ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার।
গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবির এজিএম ও ইজিএম। সেখানে পাশ হওয়া সংশোধিত অনুমোদন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
ওমর ফারুক ছাড়া নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুক্কুর আলি, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক ও পদাধিকার বলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী।
নির্বাচনযোগ্য পদসমূহের বিবরণ:
ক্রমিক নং |
পদের নাম |
পদের সংখ্যা |
১ |
পরিচালক (ক্যাটাগরী-১) |
১০ (দশ) জন |
২ |
পরিচালক (ক্যাটাগরী-২) |
১২ (বার) জন |
৩ |
পরিচালক (ক্যাটাগরী-৩) |
০১ (এক) জন |
Comments