জন্মাষ্টমীর ছুটি

বেনাপোলে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর। স্টার ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটির কারণে আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে স্বাভাবিক আছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার।

বেনাপোল বন্দর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সীমান্তের দুই পাশে পণ্যবোঝাই কয়েক হাজার ট্রাক আটকা পড়েছে। বিশেষ করে, পচনশীল পণ্য ঝুঁকিতে আছে।

একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকার অন্তত ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল ডেইলি স্টারকে বলেন, 'ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, জন্মাষ্টমীর ছুটি থাকায় তারা আজ কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না। আগামীকাল সকাল থেকে আবার তা চালু হবে।'

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'জন্মাষ্টমীর ছুটির কারণে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো সে দেশে ফেরত পাঠানোর জন্য কাস্টমস কার্গো শাখা খোলা রাখা রয়েছে।'

পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, 'আজ জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল তা আবার শুরু হবে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago