ব্যবসা সম্প্রসারণে ব্ল্যাকবেরির দৃষ্টি বাংলাদেশের দিকে

শিগগিরই বাংলাদেশে পাওয়া যাবে ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের বাজারের জন্য স্মার্টফোন তৈরি করতে কানাডিয়ান কোম্পানিটি গতকাল ভারতের দিল্লি ভিত্তিক অপটিমাস ইনফ্রাকমের সঙ্গে চুক্তি করেছে।
অপটিমাস ইনফ্রাকম ব্ল্যাকবেরি স্মার্টফোন ডিজাইন, উৎপাদন, বিক্রি ও বিক্রয় পরবর্তী সেবা প্রদান করবে। এই ব্র্যান্ডের ফোনগুলোর নিরাপত্তার জন্য ওয়াটারলুভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিশেষ সফটওয়্যার দেওয়া থাকে।
ব্ল্যাকবেরি ফোন তৈরির চুক্তি সম্পর্কে অপটিমাসের চেয়ারম্যান অশোক গুপ্ত বিবৃতিতে বলেন, “এই চুক্তির ফলে আরও বেশি মানুষের চলার পথে সঙ্গী হওয়ার সুযোগ পাবো আমরা। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ক্রেতাদের কাছে পৌঁছতে আমরা ভারতে নিরাপদ ব্ল্যাকবেরি ফোন ডিজাইন ও উৎপাদন করব।”
তবে কবে নাগাদ ভারতে উৎপাদিত ব্ল্যাকবেরি ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এক সময় নেতৃত্বের আসনে থাকলেও গত কয়েক বছর ধরেই স্যামসাং ও অ্যাপলের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় ধুঁকছিল এই ব্র্যান্ডটি।
বাজারে হারানো অবস্থান ফিরে পেতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ব্ল্যাকবেরি। এর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্তটি ছিলো অ্যান্ড্রয়েড প্লাটফর্মে যাওয়া। পুরনো কৌশল পাল্টে তৃতীয় পক্ষকে দিয়ে হার্ডওয়্যার তৈরি ও সফটওয়্যারের উদ্ভাবনী দিকে নজর দিচ্ছে তারা।
বাংলাদেশের মোবাইল ফোন আমদানিকারক অ্যাসোসিয়েশনের একজন শীর্ষস্থানীয় এটিএম মাহবুবুল আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন এর ফলে বৈশ্বিক ব্র্যান্ড ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশি ক্রেতারা। বাংলাদেশে বর্তমানে রিসেলারদের কাছে ব্ল্যাকবেরি ফোন কেনা যায়।
“বাংলাদেশ একটি বিশাল বাজার। ভারতের মাধ্যমে ব্ল্যাকবেরি বাংলাদেশে আসার চেষ্টা করবে এটাই স্বাভাবিক,” যোগ করেন তিনি।
বর্তমানে দেশে প্রতি মাসে ২২ লাখ হ্যান্ডসেট আমদানি করা হয়। এর মধ্যে বেশিরভাগই আসে চীন থেকে।
Comments