ব্যাংকে একই পরিবারের ৪ পরিচালক অনুমোদন
একটি ব্যাংক পরিচালনায় একই পরিবারের চারজনকে পরিচালক হিসেবে রাখার খসড়া আইনকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বর্তমান আইনের আওতায় একই পরিবারের দুজন এইক সময়ে একটি ব্যাংকের পরিচালক হিসেবে থাকার বিধান রয়েছে। এখন সেই বিধান পরিবর্তন করে একই সঙ্গে চারজন করা হলো।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, খসড়া আইন অনুযায়ী, পরিচালকেরা টানা নয় বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। এমনকি, তিন বছর বিরতি দিয়ে তাঁরা আবার পরিচালক হতে পারবেন।
Click here to read the English version of this news
Comments