ভাইকে উত্তরসূরি বেছে নিলেন নওয়াজ শরীফ
পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ছোট ভাই শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। তবে শাহবাজ পার্লামেন্ট সদস্য না হওয়ায় এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না। এ জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক তেলমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। গতকাল নওয়াজ শরীফ এক ভাষণে এই ঘোষণা দেন।
শাহবাজকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপনির্বাচনে জিতে পার্লামেন্ট সদস্য হতে হবে।
২০১৫ সালে ফাঁস হওয়া পানামা পেপারসে তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ ও তার পরিবারের সদস্যদের অর্থ কেলেঙ্কারির তথ্য উঠে আসে। এ নিয়ে নওয়াজের বিরোধী পক্ষ আদালতের দ্বারস্থ হয়।
শুক্রবার আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ নওয়াজকে অযোগ্য ঘোষণা করেন। নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করার নির্দেশও দেন আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নওয়াজ শরীফ।
নওয়াজ তার দল পাকিস্তান মুসলিম লিগের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, নিজের পরই আমার ভাইয়ের ওপর ভরসা করি আমি। কিন্তু নির্বাচিত হতে তার সময় লাগবে। এই অন্তর্বর্তী সময়ের জন্য শহীদ খাকান আব্বাসিকে আমি মনোনীত করছি।”
শাহবাজ শরীফ প্রাদেশিক পর্যায়ে নির্বাচিত। তিনি এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশটির নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে, নওয়াজ শরীফের পূর্বের আসনে উপনির্বাচন হবে।
Comments