ভারতের সাথে ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
ভারতের সাথে ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
প্রাথমিকভাবে ১৭টি উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে যেগুলো এই অর্থ দিয়ে বাস্তবায়ন করা হবে। আজ সকালে অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঋণের অর্থ দিয়ে অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Comments