ভারত-বাংলাদেশ সীমান্তে রহস্যময় সুড়ঙ্গ, তদন্ত করছে বিএসএফ

বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্তে সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। জেলার চোপড়া থানার ওরিগছ বিএসএফ সীমান্ত চৌকির কাছে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে প্রায় ৪০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ এসে পৌঁছেছে ভারতীয় সীমান্তের ওরিগছ এলাকার একটি চা বাগানে।

বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্তে সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। জেলার চোপড়া থানার ওরিগছ বিএসএফ সীমান্ত চৌকির কাছে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে প্রায় ৮০ ফুট দীর্ঘ এই সুড়ঙ্গ এসে পৌঁছেছে ভারতীয় সীমান্তের ওরিগছ এলাকার একটি চা বাগানে।

গতকাল থেকে বিএসএফ ও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

চোরাচালান ও অনুপ্রবেশের জন্যই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে বলেই ভারতীয় প্রশাসনের অনুমান। ১৮/১২ ইঞ্চি মাপের ৪০ মিটার সুড়ঙ্গটি ঘিরে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার অমিত কুমার সাংবাদিকদের জানিয়েছেন, “সীমান্ত মূলত বিএসএফ নিয়ন্ত্রণাধীন এলাকা। তবুও আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ ও বিএসএফ যৌথভাবেই খতিয়ে দেখছে।”

এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ওরিগছ গ্রামের চা বাগানের ধারে গতকাল প্রথম বড় গর্ত দেখতে পায় চা শ্রমিকেরা। তারাই খবর দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। খবর পেয়েই বিএসএফ এর ১৩৯ নম্বর ব্যাটালিয়নের অফিসার ও এসডিপি ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফ কর্তারা মনে করছেন, চোরাচালান ও অনুপ্রবেশের জন্যই সুড়ঙ্গটি খোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল। সুড়ঙ্গের হদিশ মেলার পর থেকেই চোপড়া থানার ওরিগছ এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

বিএসএফ এর ১৩৯ নম্বর ব্যাটালিয়নের ফতেপুর সীমান্ত চৌকির কাছে এই ঘটনায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

1h ago