মাগুরায় নৈশ প্রহরী খুন

মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মুক্তিমঞ্চ নামে একটি সেবামুলক প্রতিষ্ঠানের নৈশ প্রহরী খুন হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।
নিহত নৈশ প্রহরী ইয়ারুল ইসলাম অবালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব হোসেন জানান, আমেরিকা প্রবাসী এক ব্যক্তির সহয়তায় পরিচালিত মুক্তিমঞ্চ নামে ওই সেবামুলক প্রতিষ্ঠানে ইয়ারুল ইসলাম দীর্ঘ দিন ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করে ফেলে রেখে যায়।
আজ বুধবার সকালে এলাকাবাসী তাঁর মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বলে ওসি জানান।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, “ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীকে চিহিৃত করে আটকের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।”
Comments