মানব সেতুতে হাঁটা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তৈরি মানব সেতুতে চড়া চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একজন অভিভাবক মামলা করেছেন।
পুলিশের বরাত দিয়ে আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, এক শিক্ষার্থীর অভিভাবক আলি আহমেদ শিশু আইনে উপজেলা চেয়ারম্যানসহ আরও চার জনের বিরুদ্ধে গত রাতে মামলা দায়ের করেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, শিশুদের ওপর নিষ্ঠুর আচরণের অভিযোগে পাঁচ জনের নামে মামলা হয়েছে।
আসামিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।
নীল কমল স্কুলের শিশুদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যান হেঁটে যাচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।
গত ৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই চেয়ারম্যান।
Comments