মানুষ মাত্রই ভুল হতে পারে, আমিও মানুষ: মুশফিক
দক্ষিণ আফ্রিকা সফর সহজ হবে না আগেই জানা কথা। তবে কঠিন পরিস্থিতিতে এতটা বেহাল দশা হবে ভাবেনি কেউ। দুই টেস্টেই শোচনীয় হার। টস জিতে ভুল সিদ্ধান্ত, বাজে শরীরী ভাষা। বাংলাদেশ কেবল হারেনি, হারিয়েছে আত্মবিশ্বাস। অধিনায়ক মুশফিকুর রহিমের দিকে সমালোচনার তীর। ম্যাচ শেষে আক্ষেপ আর আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।
প্রথম টেস্টে ৩৩৩ রানে হারার পর বোলারদের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। দ্বিতীয় টেস্টে বাউন্ডারিতে ফিল্ডিং করা নিয়ে বলেছিলেন, কোচদের কথাতেই নাকি তিনি বাউন্ডারি লাইনে। মুশফিকের এসব কথায় অসন্তুষ্ট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
মুশফিক তার সেসব মন্তব্য প্রসঙ্গে বললেন, ‘যেটা সত্যি কথা, সেটাই বলেছি। এর জন্য যদি কারোর খারাপ লেগে থাকে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। … মানুষ মাত্রই ভুল হতে পারে। তো আমিও মানুষ, আমার যদি ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী।’
দল পরিচালনায় ব্যর্থতায় অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন কিনা। এমন প্রশ্নে মুশফিকের জবাব, ‘যদি আমার দল পরিচালনায় কোনো ভুল থাকে, কথা-বার্তায় কোনো ভুল থাকে আমাকে যেন তা শোধরানোর সুযোগ দেওয়া হয়। আমিও তো মানুষ। আমারও কিছু ভুল হতে পারে। যদি সুযোগ দেয় চেষ্টা করবো, যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর।‘
তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার দূরত্ব লুকাননি। বরং শুনিয়েছেন আক্ষেপ, ‘আমি মনে করি, যখন দল ভালো করে তখন সব কৃতিত্ব যায় টিম ম্যানেজমেন্টের দিকে। যখন দল ভালো করে না, তখন সব দায় এসে পড়ে অধিনায়কের ওপর। পরে যে-ই আসুক আশা করি, বাংলাদেশ গত দুই টেস্টে যা করেছে, আশা করি তার চেয়ে অনেক ভালো করবে।’
Comments