মিরপুরের ‘জঙ্গি আস্তানায়’ ৭টি খুলি পাওয়া গেছে: র্যাব
রাজধানীর মিরপুরে মাজার রোড এলাকায় অবস্থিত ছয়তলা বাড়িটিতে সাতটি বিচ্ছিন্ন খুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক বেনজীর আহমেদ আজ (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, সাতটি খুলির মধ্যে দুটি শিশুর, দুটি নারীর এবং তিনটি পুরুষের।
তাঁর মতে, গত রাতে বিস্ফোরণের ফলে দেহগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহগুলো আগুনে পুড়ে যায়।
বাড়িটির চতুর্থ তলায় যেখানে সন্দেহভাজন জঙ্গিরা লুকিয়ে ছিলো সে জায়গাটি এখনো অনেক উত্তপ্ত থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে জায়গাটি শীতল করছেন এবং ভেতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা, জঙ্গিরা বিস্ফোরণের মাধ্যমে নিজেদের হত্যা করে থাকতে পারে।
র্যাব মহাপরিচালক জানান, দমকল বাহিনীর সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড আজ সকাল সাড়ে নয়টায় আবারো অভিযান শুরু করে।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুল রিভান দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাস্থলে পাঁচটি ইউনিট কাজ করছে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করছে।
ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন জঙ্গিরা সেই বাড়ির চতুর্থ তলায় থাকতো এবং তারা সংখ্যায় সাতজন ছিলো।
উল্লেখ্য, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর দুজন সন্দেহভাজন সদস্যকে গত সোমবার রাতে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাড়িটি ঘিরে রাখে র্যাব।
Comments