মিরপুরে এএসপির মৃতদেহ উদ্ধার

asp mizanur rahman
এএসপি (সাভার সার্কেল) মিজানুর রহমান তালুকদার

রাজধানীর মিরপুর এলাকা থেকে আজ মহাসড়ক পুলিশের একজন সহকারী পুলিশ সুপারের (এএসপি) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এএসপি (সাভার সার্কেল) মিজানুর রহমান তালুকদারের মৃতদেহ বিরুলিয়া ব্রিজের কাছ থেকে সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়।

তিনি আজ ভোর ৫টার দিকে তাঁর উত্তরা সেক্টর-৫ এর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বলে ওসি উল্লেখ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মিজানুরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। কেননা, তার মরদেহ ঘাড়ে কাপড় পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

Comments