মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‍্যাব

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২টা ৪০ মিনিটে ছয় তলা বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুকুল আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের সন্দেহ বাড়িটির পঞ্চম ও ষষ্ঠ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

র‍্যাবের লিগাল ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গত রাত দেড়টায় প্রথম আলোকে বলেন, র‍্যাবের দিকে লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ও পেট্রোল বোমা ছুঁড়েছে।

Click here to read the English version of this news

Comments