মুন্সীগঞ্জে ২০ মণ জাটকাসহ আটক ৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে ২০ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে মাওয়া কোস্টগার্ড।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। আটককৃতরা হলেন, দোলন হালদার (৪০), আলমগীর মাদবর (৩০) এবং আবুল কাশেম (৩২)।
মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল্লাহ বাহার জানান, “মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত শিমুলিয়ায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানোর সময় একটি ট্রলার থেকে ২০ মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়।”
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম শাহিন তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস তালুকদারের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
Comments