মুরালি বিজয়ের রান আউট হাতছাড়া হওয়ার ভিডিও

হায়দরাবাদে ভারত-বাংলাদেশ মধ্যে সফরের একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ওভারের চতুর্থ বলে সফরকারী বাংলাদেশ দলের তাসকিন আহমেদের বলে আউট হয়ে যান কেএল রাহুল। এরপর, মুরালি বিজয় এবং চেতেশ্বর পুজারা এসে স্বাগতিক দলের হাল ধরেন।

যাহোক, ১৯তম ওভারে ভারত যখন ১ উইকেটে ৬৬ রান, বিজয় তখন একটি বল স্কয়ার লেগে খেলেন। সেসময় ডাইভ দিয়ে বলটি আটকে দেন কামরুল ইসলাম রাব্বি। তবে নন-স্ট্রাইকিং প্রান্তের পুজারা চলে আসেন পিচের মাঝ বরাবর, খবর স্পোর্টসক্যাফের।

শুধু তাই নয়, বিজয় স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকলে পুজারাও চলে আসেন সেখানে। একই প্রান্তে দুই ব্যাটসম্যান!

পরে, বিজয় দৌড় শুরু করায় রাব্বি বল ছুঁড়ে দেন মেহেদি হাসান মিরাজের দিকে। কিন্তু মিরাজ ঠিক মতো বলটি ধরতে না পারায় নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান বিজয়।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

6h ago