মোহাম্মদপুরে 'ডাকাতের সাথে' র্যাবের বন্দুকযুদ্ধ

রাজধানীর মোহাম্মদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে বন্দুকযুদ্ধে দুজন সন্দেহভাজন ডাকাত আহত হয়েছে। গত মধ্যরাতের পর এই ঘটনা ঘটেছে।
র্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলটি মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় ডাকাতি চেষ্টার সময় র্যাব তাদের প্রতিহত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত বাচ্চু মিয়াঁ বলেন, হেলাল (৩৫) ও সেরাজুল ইসলাম (৫০) নামের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বুলেটের আঘাত রয়েছে।
ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
Click here to read the English version of this news
Comments