যাত্রীর অভাবে বিমানের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত দুই দিন নির্বিঘ্নে হজযাত্রী পরিবহনের পর আজ ফের ফ্লাইট বাতিলের ঘোষণা এলো।
স্টার ফাইল ছবি

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত দুই দিন নির্বিঘ্নে হজযাত্রী পরিবহনের পর আজ ফের ফ্লাইট বাতিলের ঘোষণা এলো।

বাতিল তিনটি ফ্লাইটের মধ্যে বিজি ১০৫১ আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল। অন্য দুটি ফ্লাইট বিজি ৩০৩৯ ও বিজি ৩০৪১ আগামী রবিবারের জন্য নির্ধারিত ছিল। বিমানের গণসংযোগ দপ্তরের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এখন পর্যন্ত বিমানের মোট ১৭টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। নির্ধারিত এই ফ্লাইটগুলোতে ৯ হাজার ৭০০’র বেশি মানুষ হজের জন্য মক্কা যেতে পারতেন।

আজ সকাল ৯টা পর্যন্ত বিমান ২২ হাজার ৮০১ জন হজযাত্রী পরিবহন করেছে। অন্যদিকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ২৫ হাজার ৪০০ জনকে সৌদি আরবে নিয়ে গেছে। ২৬ তারিখ পর্যন্ত হজযাত্রীরা যাবেন।

এ বছর এক লাখ ২৭ হাজার বাংলাদেশির জন্য হজ কোটা নির্ধারণ করা হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Israel's genocide in Gaza

How the US is arming Israel's genocide in Gaza

US weapons, provided with visible enthusiasm to the Israeli occupation forces, are being used to commit war crimes and genocide in Gaza.

10h ago