রবের বাসায় বৈঠকে পুলিশি বাধায় খালেদার নিন্দা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনানুষ্ঠানিক আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত হওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
Begum Khaleda Zia
খালেদা জিয়া | ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনানুষ্ঠানিক আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত হওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ওই ঘটনার নিন্দা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা অভিযোগ করেন, “ঘরোয়া পরিবেশেও সভা কিংবা আলাপ-আলোচনা অনুষ্ঠান করতে বাধা দেয়া হচ্ছে।…এই হস্তক্ষেপে আবারো প্রমাণিত হল রাষ্ট্র এখন অমানবিক এবং চরম গণবিরোধী।”

খালেদার অভিযোগ, বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে তাদেরকে নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে, তারই অংশ হিসেবে আ স ম রবের বাসায় বৈঠক পণ্ড করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা গত বৃহস্পতিবার রাতে আ স ম আবদুর রবের আমন্ত্রণে তাঁর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসায় যান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে বলেন, অনুমতি ছাড়া সভা করা যাবে না। একপর্যায়ে পুলিশ বাসাটির বাইরে অবস্থান নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সুব্রত চৌধুরী।

রাত ১১টার দিকে তাঁরা সবাই বাসাটি থেকে বের হয়ে চলে যান। এর কিছুক্ষণ পর রব পুলিশের ভূমিকার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, ঈদ পরবর্তী অনানুষ্ঠানিক সাক্ষাতের জন্য তাঁরা একত্রিত হয়েছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

COP28 opens with tributes to Saleemul Huq

The opening session of COP28 yesterday started with an outpouring of remembrance and respect for Saleemul Huq and Pete Betts, two climate activists who passed away in October

13m ago