রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হলো শেখ হাসিনা
একজন রোহিঙ্গা শরণার্থী নারী কক্সবাজার জেলার উখিয়া শিবিরে জন্ম নেওয়া তাঁর কন্যা শিশুর নাম রেখেছেন শেখ হাসিনা।
মিয়ানমারে গণহত্যা ও নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২০ বছর বয়সী খাদিজা তাঁর শিশু কন্যার নাম রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, খবর ইন্ডিয়া টুডে’র।
আট মাসের গর্ভাবস্থায় খাদিজা তাঁর মা আলুম বাহারকে নিয়ে কোন মতে বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হন। ছয় সদস্যের পরিবারে এখন শুধু তাঁরাই বেঁচে আছেন। খাদিজার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের মিয়ানমারে হত্যা করা হয়।
নোংরা সবুজ শাড়িপরিহিতা আলুম বাহার নাতনি হাসিনাকে বুকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমকে এ কথাগুলো জানান। তিনি বলেন, “অনেক কষ্ট করে বাংলাদেশে এসেছি। আমার মেয়ে গর্ভবতী ছিলো। এখানে সে একটি মেয়ে শিশুর জন্ম দিয়েছে। আমরা তার নাম রেখেছি শেখ হাসিনা। সে আমাদের নতুন জীবনের আশা দেখিয়েছেন। এখন আমরা আমাদের জীবনে খানিক শান্তি আশা করছি।”
এদিকে, মিয়ানমারে ভয়াবহ জীবনের কথা উল্লেখ করে খাদিজা বলেন, “মিয়ানমারে পুরো রাখাইন জেলায় এখন আগুন আর আগুন। আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসেছি। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছি। এখানে আমার মেয়ের জন্ম হয়েছে। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি আমার বাচ্চার নাম রেখেছি শেখ হাসিনা।”
উল্লেখ্য, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর গণমাধ্যমকে জানান, রাখাইন রাজ্যে গণহত্যা থেকে বাঁচতে যেসব রোহিঙ্গা নারী বাংলাদেশে এসেছেন তাঁদের মধ্যে ১৬ হাজারেরও বেশি গর্ভবতী।
Comments