শরণার্থী ফেরত নেওয়ার প্রক্রিয়া ‘যেকোনো সময়’ শুরু
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সাং সু চি বলেছেন, কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তার সরকার প্রক্রিয়া শুরু করতে চায়। শরণার্থী হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যেকোনো সময় যাচাই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
গত বুধবার নিকি এশিয়ান রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এই কথা বলেছেন সু চি। জাপানভিত্তিক এই গণমাধ্যমটিকে তিনি বলেন, মুসলমানরা কেন বাংলাদেশে পালিয়ে গেল তার কারণগুলো তিনি খুঁজে বের করবেন। এসব মানুষকে ফেরাতে তিনি প্রস্তুত রয়েছেন।
গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি অবস্থানে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এর জবাবে নির্বিচারে রোহিঙ্গা নিধনে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। রোহিঙ্গাদের শতাধিক গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছে। এই অভিযানে ৪০০ জন নিহত হওয়ার কথা সরকারিভাবেই স্বীকার করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নিপীড়ন থেকে বাঁচতে এখন পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গারা কেন দেশ রাখাইন ছেড়ে বাংলাদেশে আসছে সেই কারণ খুঁজে বের করার কথা এর আগেও বলেছিলেন অং সাং সু চি। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোহিঙ্গাদের নাম না নিয়েই বলেন যে মুসলমানরা কেন দেশ ছাড়ছে তা তিনি জানেন না। তখন তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা।
এই ভাষণের এক দিন বাদেই সাক্ষাৎকারে সু চি বলেন, কোনো কিছুই অবাক হওয়ার মত নয়। কারণ অন্য মতামতের মতই বিশ্ব মতামতও বদলায়। এশিয়া ও পাশ্চাত্যের দেশগুলোর সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যেসব দেশ ক্রান্তিকালীন অবস্থার মধ্য দিয়ে যায়নি এমন দেশগুলোর চেয়ে অন্যরা এই অবস্থা সম্পর্কে ভালো বোঝে।
দেশের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সু চি বলেন, “গণতান্ত্রিক দেশে যেমনটা হয় ঠিক সেভাবেই আমাদের দেশেও বিরোধী দল রয়েছে… এর অর্থ হল সমালোচনা ও বিতর্ককে আমরা স্বাগত জানাই।”
Comments