শীর্ষ খবর

লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ হামলায় পাঁচ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ হামলায় পাঁচ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

জঙ্গি সংগঠনটির আমাক নিউজ এজেন্সি এক বার্তায় আজ এ খবর জানায়।

আমাকের বার্তায় বলা হয়, “গতকাল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যে হামলা চালানো হয়, তা চালিয়েছিলেন ইসলামিক স্টেটের (আইএস) একজন সৈনিক।”

“তিনি এই হামলা চালিয়ে ছিলেন আইএস বিরোধী যৌথ বাহিনীর সদস্য দেশগুলার নাগরিকদের লক্ষ্য করে।”

উল্লেখ্য, এ বছরের শুরু থেকে ইরাক ও সিরিয়ায় বিশাল এলাকা দখল করে রাখা আইএস গোষ্ঠীকে ধীরে ধীরে পরাজিত হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী সমর্থিত দেশগুলোর সেনাবাহিনীর হাতে।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

5h ago