শাজনীন হত্যাকারী শহীদের ফাঁসি বহাল
সুপ্রিম কোর্ট আজ শাজনীন তাসনিম রহমানের ধর্ষক ও হত্যাকারী শহীদুল ইসলামের (শহীদ) ফাঁসি বহাল রেখেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) শহীদের করা আবেদন খারিজ করে দেন।
গত ২ আগস্ট সর্বোচ্চ আদালত গৃহকর্মী শহীদের ফাঁসি ও এই মামলার অপর চার অভিযুক্তকে খালাসের রায় দেন।
শহীদের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হওয়ার পর তাঁর মক্কেল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন।
যদি রাষ্ট্রপতি সেই আবেদন প্রত্যাখান করেন তাহলে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর হয়ে যাবে বলে তিনি যোগ করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। ওই ঘটনায় দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলার বিচার হয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
Comments