সাবেক সচিব কে এম নুরুল হুদা নতুন সিইসি
সাবেক সচিব কে এম নুরুল হুদাকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
পাশাপাশি, আরও চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন।
নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নামের তালিকা আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে জমা দেয় সার্চ কমিটি।
সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা বঙ্গভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবেশ করেন।
এর আগে, ছয় সদস্যের কমিটি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়ার পর তিনিই সিদ্ধান্ত নিবেন এগুলো জনসম্মুখে প্রকাশ হবে কী না।”
তিনি আরও জানান যে আগামী ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি দেওয়া হবে।
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি ওবায়দুল হাসান, সিএজি মাসুদ আহমেদ, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং অধ্যাপক শিরীণ আখতার।
কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
Comments