জঙ্গি আস্তানার ৫ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার আশপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়ে টানা তৃতীয় দিনের মত সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে জঙ্গি দমন অভিযান ‘অপারেশন টুইলাইট’ চলছে।
শিববাড়ির পাঁচ তলা আতিয়া মহলে যৌথ বাহিনীর জঙ্গি দমন অভিযান শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ছবি: শাহীন মোল্লা

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার আশপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়ে টানা তৃতীয় দিনের মত সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে জঙ্গি দমন অভিযান ‘অপারেশন টুইলাইট’ চলছে।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানান, গতকাল রাত ১১টা থেকে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। শিববাড়ির জানিয়াপুর থেকে চান্দিগেট পর্যন্ত এলাকা এর আওতায় রয়েছে।

শিববাড়ির পাঁচ তলা আতিয়া মহলে যৌথ বাহিনীর জঙ্গি দমন অভিযান শেষ না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago