সিলেটে ‘জঙ্গি আস্তানা’য় পুলিশের অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। তবে কোন হতাহতের খবর জানা যায়নি।
পুলিশের ধারণা, সেই বাড়িটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সদস্যরা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জিদান আল মুসা দ্য ডেইলি স্টারকে আজ সকালে জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আজ ভোর ৩টার দিকে বাড়িটি ঘিরে রাখে।
“আমাদের ধারণা এটা জেএমবির একটি গোপন আস্তানা। শীর্ষ জেএমবি জঙ্গি মুসা এবং মহিলা জঙ্গি মর্জিনা এই বাড়িতে লুকিয়ে রয়েছে।”
ঘিরে রাখা ৫তলা বাড়িটির মালিক জনৈক উস্তার আলী। পুলিশ জানায়, বাড়িটির অন্যান্য লোকদের এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
Comments