সেই একই ভুলের বৃত্তে বাংলাদেশ

প্রথম সেশনে দারুণ ব্যাট করে ফিরছেন এলগার ও মার্কারাম। ছবি: এএফপি
ঠিক যেন প্রথম টেস্টের অ্যাকশন রিপ্লে। পচেফস্ট্রমের মতো ব্লুমফন্টেইনেও টস জিতলেন মুশফিকুর রহিম। নিলেন ফিল্ডিং। বলা ভালো এড়াতে চাইলেন বোধহয় ব্যাটিং। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি টস হেরেও খুশি। ব্যাটিং পেয়ে দুই ওপেনার ডিন এলগার ও এইডেম মার্করাম প্রথম সেশনেই তুলে ফেলেছেন ১২৬ রান। দুজনেই করেছেন ফিফটি। 

টসের সময় ডু প্লেসি বলছিলেন এই উইকেটে টস জিতলে ১০ বারের ৯ বার ব্যাটিং নেওয়ার কথা ভাবতেন তিনি। পিচে বাউন্স আছে, ঘাসও আছে কিছু তবে তার সবই যে মরা। বাড়তি বাউন্সে বরং বল ব্যাটে আসবে ভালো। রান হবে দ্রুত। মুশফিক বুঝলেন অন্য। উইকেট থেকে প্রথম দেড় ঘণ্টার ফায়দা আদায় করতেই নাকি বোলিং। কোথায় কি!

আগের ম্যাচের বোলাররা ব্যর্থ। মোস্তাফিজ বাদে বাদ পড়েছেন বাকি তিনজনই। নতুন আসা তিনজনই একাদশে এলেন বটে। তবে দিতে পারলেন না নতুন কিছু। সেই আলগা বল, ব্যাটসম্যানের পাতে তুলে দেওয়া হাফভলিতে চাপ তৈরি করা যায়নি। উলটো প্রোটিয়াদের রান উঠেছে তরতর করে। 

প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় এলগার অপরাজিত ৭২ রানে। মার্করামের রান ৫৪। 
 

Comments

The Daily Star  | English

Americans not yet ready for their first woman president

For the second time in eight years, a woman has won the Democratic nomination for US president, only to come up short in a campaign where gender was a central issue

11m ago