হজের ভিসা আবেদনের সময় বাড়লো ২০ আগস্ট পর্যন্ত

বাংলাদেশি হজ প্রত্যাশীদের জন্যে ভিসা আবেদনের সময় ১৭ আগস্ট থেকে বাড়িয়ে ২০ আগস্ট করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের পরিচালক।
হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম আজ (১৮ আগস্ট) দ্য ডেইলি স্টারকে বলেন, “হজ প্রত্যাশীদের সৌদি আরবে পাঠানোর উদ্দেশ্যে সে দেশের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার হজ-পূর্ব ফ্লাইট পরিচালনার সময় বাড়ানোর জন্য আবেদন করার প্রেক্ষিতে ২০ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়।”
এ বছরের হজ প্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সৌদি হজ কর্তৃপক্ষের কাছে বর্ধিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, গতকাল পর্যন্ত ৭,০০০ হজ প্রত্যাশী ভিসাগত জটিলতার কারণে আটকা পড়ে রয়েছেন বলে হজ ক্যাম্প কর্মকর্তারা জানান।
Comments