হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা
গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের ফুল দিয়ে স্মরণ করা হচ্ছে। আজ সকাল থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সেখানে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা নিবেদন করেন।
গত বছর ১ জুলাই এখানেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিক ও পুলিশসহ ২২ জন প্রাণ হারান।
আজ সকাল থেকে আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজ ও পুলিশের পক্ষ থেকে নিহতদের ফুল দিয়ে স্মরণ করা হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে পাঁচ জন অস্ত্রধারী সন্ত্রাসী হলি আর্টিজান বেকারিতে ঢুকে নির্বিচারে গুলি শুরু করে। তারা রেস্তোরার আলো বন্ধ করে দিয়ে কোরানের আয়াত জিজ্ঞাসা করে হত্যার জন্য লোক বাছাই করে।
এর পর জঙ্গিরা বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে জিম্মিদের হত্যা করে তাদের ফোন থেকে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।
হামলার প্রায় ১২ ঘণ্টা পর হলি আর্টিজানে প্যারা কমান্ডোরা অভিযান চালালে জঙ্গিরা নিহত হয়।
Comments