১০ ঘণ্টা গ্যাসবিহীন থাকবে মিরপুর

রাজধানীর মিরপুর ও সংলগ্ন এলাকায় আজ সোমবার ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে ওই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, মিরপুর-১০, ১১ ও ১২ এর রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট ও তৎসংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না।

এ সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ কোনো ধরনের গ্রাহকই গ্যাস পাবেন না।

গত প্রায় দেড় বছর ধরে মিরপুরে বেশ কয়েকবার দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার জন্য এই পাইপলাইন পরিবর্তন করতে হচ্ছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago