১৭১ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত

কক্সবাজার সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা ১৭১ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
rohingya
২৮ আগস্ট ২০১৭, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় একটি রাস্তার ওপর বসে থাকা রোহিঙ্গা শরণার্থী। ছবি: আনিসুর রহমান

কক্সবাজার সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা ১৭১ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর পরিচালক কর্নেল এস এম আরিফুল ইসলামের বরাত দিয়ে আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, যেহেতু রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলো তাই তাদেরকে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, বিজিবি রোহিঙ্গা শরণার্থীদের খাবার ও ওষুধ দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়।

এদিকে, গত দুদিন থেকে কয়েকশত শরণার্থী সীমান্তে আশ্রয় নিয়েছেন। যদিও, বিজিবি এবং স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদের প্রবেশের কথা অস্বীকার করছেন, তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যাংছড়িসহ ছয়টি অরক্ষিত এলাকা দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরে বিদ্রোহীদের হামলায় অন্তত ৮৯ জন নিহত হওয়ার পর নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bribe taken at minister’s house now in DB custody

A representative of Zakir Hossain, state minister for primary education, has returned Tk 9.5 lakh allegedly taken in bribes from a man seeking to be a primary school teacher.

6h ago