২য় দফা গ্যাসের বর্ধিত দামে হাইকোর্টের স্থগিতাদেশ

আগামী জুন থেকে গ্যাসের দাম দ্বিতীয় বারের মতো বাড়ানোর সরকারী সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
gas-burners
আগামী ১ জুন থেকে গ্যাসের দাম দ্বিতীয় বারের মতো বাড়ানোর সরকারী সিদ্ধান্তের ওপর আজ ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট, ছবি: রয়টার্স ফাইল ফটো

আগামী জুন থেকে গ্যাসের দাম দ্বিতীয় বারের মতো বাড়ানোর সরকারী সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও, গ্যাসের দাম দুই দফা বাড়ানোর এই সরকারী সিদ্ধান্তের বৈধ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।

গতকাল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও ​বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

এক রুলিংয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, কেন দুই দফা জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না।

ক্যাবের দায়ের করা রিট আবেদনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন (২০০৩) অনুযায়ী কর্তৃপক্ষ গ্যাসের দাম বছরে একবারের বেশি বাড়াতে পারবে না।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণায় জানায়, ১ মার্চ থেকে গৃহস্থালি এক চুলার জন্য গ্যাসের দাম নেওয়া হবে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য নেওয়া হবে ৮০০ টাকা।

এছাড়াও, আগামী ১ জুন থেকে এক চুলার জন্য গ্যাসের দাম নেওয়া হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য নেওয়া হবে ৯৫০ টাকা।

এর আগে ২০১৫ সালে সেপ্টেম্বরে গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বাড়ানো হয়েছিল।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago