চীনা নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করল ভারত

ভারত চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত করেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।
গত ২০ এপ্রিল ইস্যু করা বিজ্ঞপ্তিতে আইএটিএ সদস্য এয়ারলাইনগুলোকে বলে, 'চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা আর বৈধ নয়।'
করোনা মহামারির কারণে ২০২০ সালে চীনে অধ্যয়নরত প্রায় ২২ হাজার ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরে যান। কিন্তু এখন চীন কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় তারা আর চীনে ফিরতে পারছেন না।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ভারত চীনা নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
Comments