সপ্তাহে ৩ ঘণ্টার বেশি ভিডিও গেম খেলতে পারবে না চীনা কিশোররা

আঠারো বছরের কম বয়সীদের জন্য সপ্তাহে তিন ঘণ্টার বেশি সময় ধরে ভিডিও গেম খেলা নিষিদ্ধ করেছে চীন।
ফাইল ছবি রয়টার্স

আঠারো বছরের কম বয়সীদের জন্য সপ্তাহে তিন ঘণ্টার বেশি সময় ধরে ভিডিও গেম খেলা নিষিদ্ধ করেছে চীন।

ভিডিও গেমকে 'স্পিরিচুয়াল অপিয়াম' হিসেবে উল্লেখ করে ক্রমবর্ধমান আসক্তির লাগাম টানতে আরোপ করা হয়েছে কঠোর এই সামাজিক হস্তক্ষেপ।

আজ সোমবার নতুন এই নিয়ম প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা শুধু শুক্র, শনি ও রোববার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা ভিডিও গেম খেলতে পারবে। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনগুলো তারা এক ঘণ্টা গেম খেলার সুযোগ পাবে।

মূলত বেইজিংয়ের আর্থিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষা, প্রযুক্তি ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে।

এই নিষেধাজ্ঞা মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চীনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের (এনপিপিএ) একজন মুখপাত্রের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, কিশোররাই দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা প্রয়োজন।

দেশটির ভিডিও গেম বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার একজন মুখপাত্র জানান, গেমিং কোম্পানিগুলোকে নিষেধ করা হবে তারা যেন অপ্রাপ্তবয়স্কদের নির্ধারিত সময়ের বাইরে কোনো ধরনের পরিষেবা না দেয়। এছাড়া তারা যেন ভেরিফিকেশনের সময় প্রকৃত নাম ব্যবহার করে, সেটাও নিশ্চিত করতে হবে।

২০১৯ সালে চীন নিয়ম করে ১৮ বছরের কম বয়সীরা দিনে দেড় ঘণ্টা এবং ছুটির দিনে তিন ঘণ্টা পর্যন্ত ভিডিও গেম খেলতে পারবে।

নতুন নিয়মটি খুব দ্রুতই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে আলোচনার ঝড় ‍তুলেছে। অনেকে সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

31m ago