তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী উসকানিমূলক: চীন

তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর প্রবেশকে উসকানিমূলক বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্র বলেছে, এটি নিয়মিত কাজের অংশ।
গতকাল শনিবার বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর বলেছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস রালফ জনসন 'নিয়মিত' কাজের অংশ হিসেবে আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করেছে।
সপ্তম বহরের মুখপাত্র নিকোলাস লিনগো বার্তায় বলেছেন, 'তাইওয়ান প্রণালী দিয়ে রণতরীর যাতায়াত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সবার জন্য উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।'
তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলাচল করবে।'
গত নভেম্বরের পর গতকাল প্রথম মার্কিন রণতরী তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে।
চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র বার্তায় এ ঘটনাকে 'উসকানিমূলক' বলে মন্তব্য করেছে।
তবে একে 'সাধারণ ঘটনা' হিসেবে উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন রণতরী প্রণালী দিয়ে উত্তর দিকে গিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে তাইওয়ান রাষ্ট্রীয় সতর্কাবস্থা ঘোষণা করে। স্বশাসিত দ্বীপের আশঙ্কা চলমান বৈশ্বিক উত্তেজনার সুযোগ নিয়ে চীন তাইওয়ান আক্রমণ করে বসতে পারে।
Comments