আমেরিকা চলে গেলেও থাকছে রাশিয়া

কাবুল বিমানবন্দরে ভিড়। ১৬ আগস্ট ২০২১। ছবি: এএফপি

আফগানিস্তানে আজ সোমবার থেকে শুরু হয়েছে ইতিহাসের এক নতুন অধ্যায়। গতকাল সশস্ত্র তালেবানরা বিনা বাধায় দেশটির রাজধানী কাবুল দখল করার পর আফগানদের জীবনে নতুন এই অধ্যায়ের সূচনা হয়।

চিৎকার আর গুলির শব্দে আজ ভোর হয়েছে কাবুলে। কাবুলের শিক্ষার্থী আয়শা খুররম টুইটারে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এমন পরিস্থিতিতে আমেরিকানরা কাবুল ছাড়লেও সেখানে থাকছেন রাশিয়ানরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কাবুলে মার্কিন দূতাবাসের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বার্তায় বলেন, 'দূতাবাসের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি। তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। এটি মার্কিন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে।'

এদিকে, এক জ্যেষ্ঠ রুশ কূটনীতিকের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তি জানায়, রুশ সরকার কাবুল দূতাবাস থেকে কাউকে সরিয়ে নিচ্ছে না।

আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ সংবাদ সংস্থাটিকে গতকাল বলেছেন, 'তালেবানরা রুশ দূতাবাসের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।'

রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে নিকিতা ইশচেঙ্কো সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তিকে বলেন, 'কাবুলে রুশ রাষ্ট্রদূত দ্মিতরি ঝিরনভ তালেবান প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন। সেখানে রুশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে কথা হবে।'

প্রথম দিকে রাশিয়া তালেবানদের সন্ত্রাসী আখ্যা দিলেও পরে ক্রেমলিন সরকার মস্কোয় আয়োজিত কূটনীতিকদের সম্মেলনে তালেবানদের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিল।

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

39m ago