কাবুল বিস্ফোরণে ২৮ তালেবান নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকালে বোমা বিস্ফোরণের ঘটনায় তালেবানের কমপক্ষে ২৮ সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বলেছেন, 'আমরা আমেরিকার চেয়ে বেশি লোক হারিয়েছি।'
তিনি জানান, আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে আমেরিকার চলে যাওয়ার যে সময়সীমা তা বাড়ানোর কোনো প্রয়োজন নেই।
গতকাল কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ১৩ মার্কিন সেনা ও ৯০ আফগান নিহত হয়েছেন।
ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
Comments