কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নতুন বছরের প্রথম দিনে মন্দিরে প্রণাম জানাতে এসে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

এনডিটিভি জানায়, বছরের প্রথম দিন বিভিন্ন প্রদেশ থেকে হাজারো ভক্ত মাতা বৈষ্ণ দেবী মন্দিরে প্রণাম জানাতে আসেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বা এডিজিপি মুকেশ সিং জানান, পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা 'গুরুতর' বলে জানান তিনি।

কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়াই ভক্তদের একটি বড় দল জোর করে মন্দিরে প্রবেশ করে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি সহায়তার ঘোষণা দিয়েছেন মোদি।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

8h ago