পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন

রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার মুম্বাইয়ের হাইকোর্ট তার অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

ভারতের গণমাধ্যম ফিল্ম  ফেয়ার এ তথ্য জানিয়েছে।

রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিলের বরাত দিয়ে ফিল্ম  ফেয়ার জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট হবে। সেদিনও আদালতে রাজ কুন্দ্রাকে উপস্থিত থাকতে হবে।

গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। এরপর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে।

তাকে গ্রেপ্তারের পর মুম্বাই প্রশাসন জানিয়েছিল, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়।

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী শিল্পা শেঠির। ২০১২ সালে তাদের সন্তান ভিয়ানের জন্ম হয়। গত বছর কন্যা সামিশার জন্ম হয়।

Comments