ভারতে শনাক্ত ২ শতাংশের নিচে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৪৭৮ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩০ হাজার ৭৩২ জন।
একই সময়ে আরও ৩৮ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ২৯ হাজার ৭৯৮টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৭৩ শতাংশ। দেশটিতে এ নিয়ে মোট তিন কোটি ২১ লাখ ৫৬ হাজার ৪৯৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
এ সময়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৮৮ জন।
আজ শনিবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর আছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিসগড় ও ওড়িশা।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৮৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬৩ লাখ ৮০ হাজার ৯৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৩ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৯০৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ৫২ হাজার ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫০ হাজার ৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Comments