রাজনৈতিক দল ভাঙলেন রজনীকান্ত

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ছয় মাস আগেই ঘোষণা দিয়েছিলেন রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার সত্যিই তিনি রাজনীতি ছাড়লেন। একইসঙ্গে নিজের দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ (আরএমএম) ভেঙে দিয়েছেন।
আজ সোমবার ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
‘রজনী মাক্কাল মান্দ্রাম’র সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রজনীকান্ত।
ভবিষ্যতে আর রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে রজনীকান্ত বলেন, ‘আমি “রজনী মাক্কাল মান্দ্রাম” দলটি ভেঙে দিচ্ছি। আরএমএমের সদস্যরা রজনীকান্ত ফ্যানক্লাব অ্যাসোসিয়েশনের হয়ে জনগণের জন্যে কাজ করবে।’
Comments