লতা মঙ্গেশকর আইসিইউতে

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে ভারতের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর বয়স বিবেচনায় বরেণ্য এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়েছে।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ভালো আছেন।
১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। শিশু অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন লতা। এরপর থেকেই তার সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত হয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম।
Comments