রাশিয়া-ইউক্রেন সংকট: সতর্ক তাইওয়ান

পশ্চিমের আগুনের আঁচ যেন পূবেও অনুভূত হচ্ছে। কেননা পশ্চিমে ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতে শঙ্কিত পূবের তাইওয়ান।
যে যুক্তিতে ইউক্রেনের রুশ সীমান্তবর্তী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে সেনা পাঠানোর নির্বাহী আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন, সে রকম যুক্তিতে 'বাইরের শক্তি' তাইওয়ানেও হামলা চালাতে পারে বলে মনে করছেন স্ব-শাসিত দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
আজ বুধবার হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাতের জেরে তাইওয়ানের প্রেসিডেন্ট তার দেশের সশস্ত্র বাহিনীকে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া, পুঁজিবাজারের পাশাপাশি বাজার দর স্থিতিশীল রাখারও নির্দেশনা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনের রুশ-প্রধান দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও সেখানে 'শান্তি রক্ষায়' সেনা পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের নিন্দা করেছেন সাই ইং-ওয়েন। শান্তিপূর্ণ ও যৌক্তিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট সাই বলেন, 'আমাদের নিরাপত্তায় তাইওয়ান প্রণালীতে বাহিনীগুলোকে প্রস্তুত রাখতে হবে। শত্রুর হামলার দ্রুত প্রতি-উত্তর ও নজরদারির জন্য সামরিক বাহিনীর শক্তি বাড়াতে হবে।'
তার মতে, শুধু তাইওয়ানের আশেপাশেই নয়, পুরো ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নজরদারি বাড়ানোর প্রয়োজন।
প্রতিবেদন আরও বলা হয়, ধারণা করা হচ্ছে, ইউক্রেন সংকটের মধ্যেই বেইজিং হয়তো তাইপে দখল করে নিতে পারে। কেননা যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন পুরো মনোযোগ রেখেছে ইউক্রেনের ওপর। আর এটাই চীনের জন্য তাইওয়ান আক্রমণের মোক্ষম সময়।
তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ মনে করলেও চীন এই দ্বীপটিকে নিজের অংশ বলে মনে করে। প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে তাইওয়ান দখলের হুমকিও দিয়ে আসছে চীন।
এমন পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট কোনো দেশের নাম উল্লেখ না করে 'বাইরের শক্তি'কে মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
Comments