লালমনিরহাট

আদালতে মিথ্যা ও অসংলগ্ন বক্তব্য দেওয়ায় সাক্ষীর কারাদণ্ড

আদালতের এজলাসে উঠে মিথ্যা বক্তব্য, অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করায় ১ সাক্ষীর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
প্রতীকী ছবি

আদালতের এজলাসে উঠে মিথ্যা বক্তব্য, অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করায় ১ সাক্ষীর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

আদালতের জিআরও উপপুলিশ পরিদর্শক মুসা মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা শাহীনুর ইসলামকে বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমানের এজলাসে একটি মাদক চোরাচালান মামলার সাক্ষ্য দিতে আসেন শাহীনুর।

এ সময় মিথ্যা ও অসংলগ্ন বক্তব্য দেওয়ায় বিচারক ১৯৩ ধারায় সাক্ষীকে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন।

Comments

The Daily Star  | English

An April way hotter than 30-year average

Over the last seven days, temperatures in the capital and other heatwave-affected places have been consistently four to five degrees Celsius higher than the corresponding seven days in the last 30 years, according to Met department data.

10h ago