কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে আহত কাউন্সিলর সোহেল ও হরিপদের মৃত্যু

দুর্বৃত্তদের গুলিতে আহত কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাস মারা গেছেন।
সৈয়দ আহমেদ সোহেল। ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের গুলিতে আহত কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাস মারা গেছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ তথ্য নিশ্চিত করে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাউন্সিল্রের অনেকগুলো গুলি লেগেছিল। মাথা ও হৃৎপিণ্ডে গুলি লেগেছে তার। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।'

তবে গুলিবিদ্ধ বাকি ৪ জনের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলায় সোহেল ও হরিপদ ছাড়াও রাসেল, আওয়াল হোসেন রিজু, মাজেদুল হক বাদল, জুয়েল ও সোহেল চৌধুরী গুলিবিদ্ধ হন।

আহতদের স্থানীয়রা তাৎক্ষনিকভাবে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪ থেকে ৫ জন মুখোশধারী পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন। আমরা খতিয়ে দেখছি ঘটনাটি।'

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in Dec

The deadline for completion of the Rooppur Nuclear Power Plant project has been extended to 2027, and a unit of the plant will be commissioned this December if transmission lines are ready.

8m ago