চট্টগ্রামে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মী আটক

আটককৃতদের মধ্যে কোতোয়ালি জামায়াত-শিবিরের আমির মো. ফরিদুল আলমও রয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের টেরিবাজার এলাকায় একটি হোটেলে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

সিএমপি দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'টেরিবাজারের আল বয়ান হোটেল থেকে তাদের আটক করা হয়।'

'আটককৃতদের মধ্যে ১০ জন কোতোয়ালি জামায়াত-শিবিরের পদস্থ নেতা। এদের মধ্যে কোতোয়ালি জামায়াত-শিবিরের আমির মো. ফরিদুল আলমও রয়েছেন', যোগ করেন তিনি।

অপর ৯ জন হলেন, মো. ফরিদ উদ্দিন, মো. নুরুল কবির, এমদাদ উল্ল্যাহ, সাইফুদ্দিন খালেদ, আবুল মনছুর, মো. হুমায়ুন কবির, রাশেদুল করিম, মো. তাজুল ইসলাম এবং মোহাম্মদ ইসরাফিল।

বাকি ৩৯ জন জামায়াতে ইসলাম বাংলাদেশ'র কর্মী-সমর্থক বলে জানা গেছে।

ডিসি বলেন, 'আমরা আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করছি। তারা কেন ওই এলাকায় জড়ো হয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago