চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ
চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ বুধবার বিকেলে চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট এলাকায় কোস্টগার্ডের অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মাছঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব জাটকা জব্দ করেন।
তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা আহরণকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
Comments